বিয়ের ২২ দিন পর করোনায় যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরীর কাট্টলীতে করোনা আক্রান্ত হয়ে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। হতভাগ্য যুবক মো. ওয়াহিদুল আলম (২৮) ২২দিন আগে বিয়ে করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল শনিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় যুবদল নেতা শাহেদ আকবর।

ওয়াহিদুল আলম উত্তর কাট্টলী ওয়ার্ডের কুতুব বাড়ির মরহুম হাজী ইব্রাহিম সওদাগরের ছেলে। মহানগর যুবদলের সহ-সভাপতি শাহেদ আকবর বলেন, মাত্র ২২ দিন আগে ওয়াহিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে অসুস্থতা বোধ করলেও কয়েকদিন পর থেকে তার কাঁশি শুরু হয়। এরপর টেস্ট করানোর পর তার করোনা পজিটিভ আসে। তাকে গত চারদিন আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শ্বাসকষ্ট শুরুর পর হাই ফ্লো অঙিজেনের প্রয়োজন হলে চারটি হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে। সর্বশেষ মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর চারটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধ৯৯ শতাংশ মৃত্যু ঠেকাচ্ছে টিকা
পরবর্তী নিবন্ধজামাই-শাশুড়ির জুয়ার আসর