কথা ছিল আগামী ৭ জানুয়ারি জান্নাতুন নাঈমা আছমার (২০) বিয়ের সানাই বাজবে। বিয়ের ধুমধাম চলছে। বিয়েকে কেন্দ্র করে বর-কনের উভয়ের কেনা-কাটাও শেষ। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের দিনক্ষণও ঠিক ছিল। কিন্তু গত ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে আছমা। সেই বিয়ে বাড়িতে এখন সুনসান নীরবতা। আত্মহত্যার পথ বেছে নেওয়া তরুণী স্থানীয় বটতলী রুস্তম হাটের ব্যবসায়ী জামাল উদ্দিনের কন্যা।
ঘটনার পর পুলিশ এসে নিহতের সুরতহাল তৈরি করে। গতকাল শুক্রবার সকালে ভোরে তার দাফন সম্পন্ন হলেও এই ঘটনায় পুরো পরিবার নির্বাক বলে জানা গেছে। পরিবারের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও নিহতের পিতার বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার এসআই বিকাশ ঘোষ জানান, গত ৩১ ডিসেম্বর বিকালে ব্যবসায়ী জামাল উদ্দিনের পরিবার থেকে ফোন করে থানায় আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। সে কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যুও মামলা হয়েছে।