বিয়ের সাত দিনের মাথায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বিয়ের সাত দিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ইফফাত নূর তানভীর (২৮) নামে এক যুবক। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ।

মৃত তানভীর নগরীর ৩৮ নম্বর দক্ষিণমধ্যম হালিশহর ওয়ার্ডের তেল্লাপুকুর পাড়ের সিম্যান্স হোস্টেল এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় তানভীর ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর তার বিয়ে হয়। বিয়ের দুইদিন আগে থেকেই তানভীর জ্বরে ভুগছিলেন। মাত্র সাত দিনের মাথায় পরপারে চলে গেলেন। এদিকে বিয়ের মাত্র সাত দিনের মাথায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে স্ট্রোক করায় তার মাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, তানভীর নামে একজন রোগী আইসিইউটু এর ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। একইসঙ্গে তার কমপ্লিট হার্ট ব্লক ছিল। এছাড়া শরীরের ওজন অস্বাভাবিক বেশি ছিল। এর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তানভীরের পারিবারিক বন্ধু ইরফান চৌধুরী জানান, গত ৯ সেপ্টেম্বর থেকে তানভীর জ্বরে ভুগছিলেন। গত শনিবার ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল (বুধবার) সকালে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত, ১৮ জনের চিকুনগুনিয়া
পরবর্তী নিবন্ধকিছু লোক বসে পিআর পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় : খসরু