বিয়ের প্রলোভনে ধর্ষণ, চন্দনাইশে যুবক গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. আনিসুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় ১৬ বছরের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার আবুল বশরের ছেলে মো. আনিসুর রহমান। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আনিসুর রহমান ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই কিশোরীকে তাদের বাড়িতে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে ভিকটিম কিশোরীর মা গতকাল নারী ও শিশু নির্যাতম দমন আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার সূত্র ধরে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে আনিসুর রহমান। মেডিকেল রিপোর্টে মেয়েটি অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হয়েছি। গ্রেপ্তার আসামি আনিসুর রহমান ও ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ের দুই চিনি ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান