বিয়ের প্রলোভনে ধর্ষণ, আইনজীবী কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষানবীশ আইনজীবীকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে দায়ের করা মামলায় পল্টন দাশ নামের এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পল্টন দাশ রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পল্টন দাশ আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। বাদীর আইনজীবী শাহিন সুলতানা

আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পল্টন দাশ জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতসূত্র জানায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষানবীশ আইনজীবীকে ধর্ষণ করেন আইনজীবী পল্টন দাশ। এতে গর্ভবতী হয়ে পড়েন শিক্ষানবীশ আইনজীবী। এ ঘটনায় ২০২১ সালের ৬ জুন তিনি কোতোয়ালী থানায় ধর্ষণের মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধজামালখানে আটকদের মধ্যে ২৩ জন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী
পরবর্তী নিবন্ধসায়েন্স ল্যাবে ভবন বিস্ফোরণে দগ্ধ ৫ ঢাবি ছাত্র আহত