বর্তমানে শুটিংয়ে মুম্বাইয়ের বাইরে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। শুটিংয়ে যোগ দিতে সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে গেছেন তিনি। এবার স্বামীর পর শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা কাইফও। বিয়ের পর এটাই তার প্রথম সেটে ফেরা। খবর বাংলানিউজের। শোনা গিয়েছিল, বিয়ে করেই নাকি ‘টাইগার থ্রি’র শুটিংয়ে যোগ দেবেন ক্যাটরিনা। তবে সেটা হয়নি। পরিচালক শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিস্টমাস’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এই সিনেমার শুটিংয়েই যোগ দিয়েছেন ক্যাটরিনা। বুধবার মুম্বাইয়ের একটি সেটে শুটিংয়ের ফাঁকে ক্যাটরিনাকে দেখা গেছে পরিচালক শ্রীরামের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্ত ধরা পরে ক্যামেরায়। শিগগিরই ‘টাইগার থ্রি’র বাকি অংশের শুটিংয়ে যোগ দেবেন ক্যাটরিনা। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন মনিষ শর্মা। এতে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে সালমান খানকে। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমী। ‘টাইগার থ্রি’, ‘মেরি ক্রিস্টমাস’-এর পাশাপাশি ক্যাটরিনার ঝুলিতে আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে।












