সীতাকুণ্ডে জান্নাতুল ফেরদৌস নাঈমা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার খুরশিদ গাজীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার মাঈনুল হোসেন আরজুর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমেদ বলেন, দেড় মাস আগে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা মো. নবীর মেয়েকে বিবাহ করেন আরজু। গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আরজু তার স্ত্রীকে না দেখে পাশের রুমে খুঁজতে গিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে ওসি জানান, স্বামীর সাথে বৃহস্পতিবার রাতে খাবার সময় বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
স্বামীর সাথে অভিমান করে রাতের কোনো এক সময় গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তারা। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।











