উখিয়ার বালুখালীতে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বানুর বাপেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার জাফর আলমের ছেলে নুর হোসেনের সাথে গত এক মাস পূর্বে ১ নং ওয়ার্ডের উখিয়ার ঘাট এলাকার আবদুল হামিদ মনুর কন্যা রোকসানা আকতার প্রকাশ রুক্সির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
রুক্সির বড় ভাই সাইফুল ইসলাম জানান, রুক্সিকে নির্যাতন করে মেরে মৃতদেহ ঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়। এটি রহস্যজনক বলে মনে করছি। রুক্সির মা ফরিদা জানান, বুধবার রাতে মোবাইল ফোনে রুক্সি জানিয়েছিল, মা আমাকে নিয়ে যাও। গতকাল সকালে তাকে আনার জন্য যাওয়ার আগেই মৃত্যুর খবর শুনি। রুক্সিকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
পালংখালী ইউপির ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল কাদের ভুট্রো জানান, পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আত্মহত্যার প্ররোচনায় কেউ জড়িত থাকলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।