করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন চলছে দেশজুড়ে। একইসঙ্গে এক জায়গায় অনেক মানুষের জমায়েতের উপর রয়েছে নিষেধাজ্ঞা। গতকাল শুক্রবার দুপুরে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকায় দুটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। বোয়ালখালী উপজেলা প্রশাসন অনুষ্ঠানস্থলে গিয়ে বন্ধ করে দেন, জরিমানা করেন দুটি ক্লাবকে। জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করেছিল দুটি ক্লাব। পোপাদিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার নন্দন পার্ক কমিউনিটি সেন্টার ও আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারকে বিয়ে আয়োজন করায় প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ১৪ হাজার টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।