বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের রায় বাড়িতে চলছে বিয়ের আয়োজন। নানা সাজে সেজে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় বর-কনে। এরই মধ্যে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে যান বর। এরপর বিয়ে বাড়ি থেকে একে একে সটকে পড়তে শুরু করেন অন্য অতিথিরাও। শীতের কুয়াশাচ্ছন্ন কনকনে ঠাণ্ডার মধ্যে একেবারে শেষ মুহূর্তে এভাবেই একটি বাল্যবিয়ে বন্ধ করেছে বরগুনার বেতাগী উপজেলা প্রশাসন। খবর বাংলানিউজের।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের সুনীল রায়ের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বাল্যবিয়ের আয়োজন করা হয়। বর উপজেলার মোকামিয়া ইউনিয়নের পাত্র। খবর পেয়ে সেখানে হাজির হন বেতাগী ইউএনও সুহৃদ সালেহীন।












