বিয়ের আসরে বিষপানে বরের মৃত্যু, লাইফ সাপোর্টে কনে

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ভারতে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে গেল মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। শহরের কানাদিয়া এলাকার আর্য সমাজ মন্দিরে এক বিয়ের আয়োজন করা হয়। তবে বিয়ের আসরেই বাঁধে ঝগড়া। ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে বিষপান করেন বর। তা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও। হাসপাতালে নেওয়া বরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এতথ্য উঠে এসেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে কনে হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর বাংলানিউজের।

তিনি এখন লাইফ সাপোর্টে। নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন। সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান খান নামের ওই কর্মকর্তা বলেন, কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও বিষ পান করেন। ডাক্তাররা বরকে মৃত ঘোষণা করেছেন, অন্যদিকে লাইফ সাপোর্টে রাখা ওই কনের অবস্থা গুরুতর।

তিনি জানান, বরের পরিবারের সদস্যদের অভিযোগ, ওই তরুণী গত কয়েকদিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিলেন। কিন্তু মেয়েটি তা না শুনে ওই ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবিতে ভয়াবহ আগুন, নিহত ৬
পরবর্তী নিবন্ধবাখমুতের জন্য যুদ্ধ শেষ হয়েছে : পুতিন