বিয়ের অনুষ্ঠানে টেক্সির ধাক্কা ৮ ঘণ্টা পর শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান (৫)। মায়ের সাথে রাউজান থেকে ফটিকছড়িতে গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে। সেখানে সিএনজি টেক্সি ধাক্কায় গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চমেকে প্রায় ৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু হাবিবুর। গত শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রাউজান উপজেলার ২ নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকার মুকিম তালুকদার বাড়ির মোহাম্মদ আলীর পুত্র।
জানা যায়, হাবিবুর রাউজান থেকে মায়ের সাথে আজাদী বাজার এলাকার হক স্কোয়ার নামে একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফিরতে একটি গাড়িতে উঠছিল। এমন সময় পিছন থেকে দ্রুতগামী একটি সিএনজি টেক্সি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। রক্তাক্ত অবস্থায় দুপুর ১টার দিকে তাকে চমেকে ভর্তি করায় স্বজনরা। সেখানে প্রায় ৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর রাত ১০টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছেলের মৃত্যুর খবর পেয়ে ওমান প্রবাসী পিতা মোহাম্মদ আলী গতকাল শনিবার দেশে ফিরেছেন। তিনি বাড়ি আসার পর শিশু হাবিবুর রহমানের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন আইনসভায় একাত্তরের পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব
পরবর্তী নিবন্ধভার্চুয়াল ওয়ার্ল্ডে যেমন সুযোগ আছে তেমনি অনেক ঝুঁকিও তৈরি হচ্ছে