বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল নাকি ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। দিন যত যাচ্ছে বিয়ের বিষয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। এবার এসেছে নতুন আরও একটি খবর। সেটি হচ্ছে- বিয়েতে এক বিশেষ ধরনের মেহেদি পরবেন ক্যাটরিনা। যাতে জ্বলজ্বল করবে ভিকির নাম। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সেই মেহেদির দাম নাকি আকাশছোঁয়া। খবর বাংলানিউজের। শোনা যাচ্ছে, বিয়েতে রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে তৈরি হয় বিশেষ সোজা মেহেদি। গুণগত মানের জন্য এটি সারা বিশ্বে প্রসিদ্ধ। এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না। এই মেহেদি ভেষজ প্রক্রিয়ায় স্থানীয় মেয়েরা হাতে তৈরি করে। এর দাম ১ লাখ টাকা। যদিও এই মেহেদি ক্যাটরিনা উপহার হিসেবেই পাচ্ছেন। ইতোমধ্যে এর স্যাম্পল নাকি ক্যাটরিনার কাছে পাঠানো হয়েছে। তিনিও এটি বেশ পছন্দও করেছেন।
সূত্র বলছে, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখের মধ্যেই রাজস্থানের প্রাচীন মাধোপুর প্রাসাদেই নাকি ক্যাটরিনা-ভিকির চার হাত এক হবে। বিয়ের জন্য পোশাক তৈরি করছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।












