বিয়েতে নববধূকে গাধার বাচ্চা উপহার দিলেন বর

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

বিয়ের অনুষ্ঠানে মশগুল রয়েছেন সকলে। হঠাৎ একটি বাচ্চা গাধাকে নিয়ে হাজির হলেন এক জন। সোজা বর-বৌয়ের সামনে। অনুষ্ঠানে উপস্থিত কেউ বুঝতে পারছিলেন না যে হচ্ছেটা কী! শুধু মাত্র বরের মুখে হাসি। গাধাটি নিয়ে নববধূর দিকে এগিয়ে গেলেন তিনি। বিয়ে উপলক্ষে বৌয়ের এই গাধাই উপহার হিসাবে বেছে নিয়েছেন তিনি। ঘটনাটি পাকিস্তানের করাচির। পাকিস্তানের এক ইউটিউবার আজলান শাহ নিজের বিয়েতে এই কাণ্ড ঘটিয়েছেন। সমাজমাধ্যমে সেই মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওয়ারিশা জাভেদ খানের সঙ্গে বিবাববন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের ইউটিউবার আজলান শাহ। বিয়ে উপলক্ষে বৌকে হিরের আংটি বা কোনও মূল্যবান উপহার নয়, তার পরিবর্তে গাধার বাচ্চা উপহার দিয়েছেন আজলান। এমন অদ্ভুত উপহার দেওয়ার কারণ জিজ্ঞাসা করতে আজলান বলেন, আমি জানতাম, ওয়ারিশা বরাবর গাধার বাচ্চা পছন্দ করে। ওকে খুশি করতেই আমি এই উপহার দিয়েছি।

এই বিষয় নিয়ে কাউকে মস্করা করতে মানাও করেছেন তিনি। তবে, বাচ্চা গাধাটিকে একা নিয়ে আসেননি আজলান। সঙ্গে তার মাকে আনানোর ব্যবস্থাও করেছেন তিনি। তবে যে যাই বলুক, এমন সুন্দর উপহার পেয়ে আবেগে ভেসে গিয়েছেন ওয়ারিশা। আদরে ভরিয়ে দিয়েছেন গাধাটিকে।

নেটব্যবহারকারীরা এই ভিডিওটি দেখে দু’জনকে মন ভরে ভালবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, একে অপরকে ভালভাবে না চিনলে এমন উপহার দেওয়া যায় না।-আনন্দবাজার

পূর্ববর্তী নিবন্ধবিমানের মেঘদূত থেকে ১২ কেজি সোনা উদ্ধার
পরবর্তী নিবন্ধভারতে বিচারের মুখে অনলাইনে মুসলিম নারী ‘বিক্রি’ করা সেই যুবক