‘বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বলা ঝালকাঠি–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিস–শোকজ দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক রেজওয়ানা আফরিন এ শোকজ প্রদান করেন।
নোটিসে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই প্রচার চালানোর বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের শামিল। খবর বিডিনিউজের। কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ফয়জুল হক জনসমক্ষে একটি বক্তব্য দেন; যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বিবেচিত হয়।











