বিড়ম্বনা

সংযুক্তা চৌধুরী বড়ুয়া | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

ডিজেল, পেট্রোল, অকটেন

জ্বালানি তৈল

বাজারের নিত্যপণ্য

তৈজসপত্র ইত্যাদি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

রাস্তায় যানজট

ব্যাহত জনজীবন

ইট পাথরের

সুউচ্চ দালানকোঠা

হাঁসফাঁস, প্রাণ ওষ্ঠাগত

চলছে সারি সারি

বৃক্ষ নিধন

প্রকৃতির অক্সিজেন

আজ বিলুপ্তি প্রায়

ভাগ্যের পরিহাস

দুর্নীতিতে

কালো হয় সাদা

সাদা হয় কালো

আসল হয় দোষী

নকল হয় ভালো

এই নিয়েই আমাদের

সোনার বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধদর্শন