বিহারের পাশে বস্তায় মোড়ানো ফুটফুটে নবজাতক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বস্তা মোড়ানো এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার জেতবন বিহারের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কৃষক নিপু বড়ুয়া। তিনি জানান, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় বিহারের পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পান। প্রথমে মনে হয়েছিল বিড়ালের আওয়াজ। সন্দেহ হওয়ায় পাশে গিয়ে দেখতে পান বস্তায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্ত্রী। শিশুটি কেউ দাবি না করলে তিনি লালন-পালন করতে ইচ্ছুক বলে জানান। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, কে বা কারা বস্তা মোড়িয়ে বিহারের পাশে নবজাতক রেখে চলে যায়। স্থানীয় নিপু বড়ুয়া তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বাচ্চাটি সুস্থ আছে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে নবজাতক নিপু বড়ুয়ার তত্ত্বাবধানে রয়েছে। কেউ যদি দাবি করে তদন্ত সাপেক্ষে তাকে দিয়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি
পরবর্তী নিবন্ধআমদানিকৃত পণ্যের চালান বন্দর থেকে খালাসের দাবি