বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এম এ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন। মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তানিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে ৭ বছর আগে তানিম ওই পদে ছিলেন বলে জানা গেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, তানিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবর্ষার আগে ওয়াসাকে সড়ক কাটা বন্ধ রাখার আহ্বান মেয়রের