ফুটবল বিশ্বকে কাঁদিয়ে বুধবার পরপারে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুতে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গনে বয়ে গেছে শোকের ছায়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ব্যস্ততাও থমকে যায় কিছুক্ষণের জন্য। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে জানানো হয় সম্মান ও ভালোবাসা। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচের পর নীরবতা পালন করা হয়। প্রথম ম্যাচের দুই দল মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলানা এবং দ্বিতীয় ম্যাচের দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকার ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। চার দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা ও মাঠকর্মীসহ উপস্থিত সবাই সম্মান জানান ফুটবল জাদুকরকে। এসময় বড় স্টেডিয়ামের বড় পর্দায় ফুটে ওঠে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ম্যারাডোনার উল্লাসের ছবি। পাশে লেখা, “স্মরণীয় হয়ে থাকবে তুমি।” মাঠের ভেতরে-বাইরে ম্যারাডোনার বর্ণময় জীবনের ছোট্ট ভিডিও দেখানো হয় বড় পর্দায়। ম্যারাডোনার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রিকেটারদের অনেকেই।