বিসিবি প্রেসিডেন্ট কাপে মাহমুদউল্লাহ একাদশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৭:০৭ পূর্বাহ্ণ

করোনাকালে প্রথম ক্রিকেট টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপের শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। তামিম এবং নাজমুল একাদশকে পেছনে ফেলে তারাই চ্যাম্পিয়ন। গতকাল টুর্নামেন্টের ফাইনালে মাহমুদউল্লাহ একাদশ ৭ উইকেটে নাজমুল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এক তরফা ফাইনালে ব্যাটে আর বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মাহমুদউল্লাহ একাদশ। সুমন খানের বোলিং এর পর লিটন এবং ইমরুলের ব্যাটিং শিরোপা জিতিয়ে দেয় মাহমুদউল্লাহ একাদশকে। নাজমুল একাদশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ২৯.৪ ওভারে টপকে যায় মাহমুদউল্লাহ একাদশ।
টসে হেরে ব্যাট করতে নামা নাজমুল একাদশ প্রথম ওভারেই ওপেনার সাইফকে হারায়। শুধু তাই নয় দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা একে একে ব্যর্থ হলে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় নাজমুল একাদশ। ব্যর্থ হয়েছেন সবচাইতে সফল ব্যাটসম্যান মুশফিকও। এরপর হাল ধরেন চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুর। ষষ্ট উইকেটে তৌহিদ হৃদয়কে নিয়ে ৭০ রান যোগ করেন ইরফান। ২৬ রান করে ফিরেন তৌহিদ। এরপর বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে গেছেন ইরফান শুক্কুর। তার দুর্দান্ত এবং দায়িত্বশীল ব্যাটিং এর উপর ভর করে শেষ পর্যন্ত ১৭৩ রান করতে সক্ষম হয় নাজমুল একাদশ। চরম বিপর্যয়ের মুখেও ৭৭ বলে ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন ইরফান শুক্কুর। এছাড়া দলের অন্যদের মধ্যে অধিনায়ক শান্ত ৩২ এবং মুশফিক করেন ১২ রান। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে সুমন খান নেন ৩৮ রানে ৫ উইকেট। যা এই টুর্নামেন্টে কোন বোলারের প্রথম ৫ উইকেট শিকার। ২টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা মাহমুদউল্লাহ একাদশও শুরুতেই ধাক্কা খায়। ১৮ রানের মাথায় তারা হারায় মোমিনুলকে। এরপর লিটন দাশ এবং মাহমুদুল হাসান মিলে যোগ করে ৪৮ রান। ১৮ রান করে আউট হন মাহমুদুল হাসান। এরপর ইমরুল কায়েসকে নিয়ে দলকে টেনে নেন লিটন দাশ।
এ দুজন যোগ করেন ৬৩ রান। ৬৯ বলে ১০টি চারের সাহায্যে ৬৮ রান করে ফিরেন লিটন দাশ। এরপর ইমরুল কায়েস এবং অধিনায়ক মাহমুদউল্লাহ মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। এ দুজনে গড়েন ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫৫ বলে ১টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন ইমরুল। আর অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১১ বলে ২৩ রান করে। নাজমুল একাদশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল ছেড়েছেন কপিল
পরবর্তী নিবন্ধনীল নদের বাঁধ উড়িয়ে দেবে মিশর, ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ইথিওপিয়া