বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম ইকবালএমন গুঞ্জন অনেকদিন ধরেই ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হলো। আগামী অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। যদিও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যটা আরও বড়। ‘পর্যাপ্ত সমর্থন আছে’ মনে হলে তিনি বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন। নিজেই এক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেটার। তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি নাএটি বলতে পারি, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’ বিসিবির সভাপতি হতে হলে সরাসরি সুযোগ নেই। আগে পরিচালক পদে নির্বাচিত হতে হয়। তামিম সেই পথেই এগোচ্ছেন। গঠনতন্ত্র ও প্রক্রিয়া মেনে পরিচালক হওয়ার পর সভাপতি পদের দিকে নজর রয়েছে তামিমের। তিনি বলেন, ‘যদি দু’জন সভাপতি প্রার্থী হন, তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তাই যদি প্রশ্ন করেন নির্বাচনে অংশ নেব কি না, আমার বলার মতো যথেষ্ট কারণ আছে। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাসু যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করব।’ এর আগে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়েন। এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সভাপতি হন। ৯ মাস পর তাকে বাদ দেয়া হয়। আইসিসির সাথে কাজ করা আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এখন বোর্ড সভাপতির দায়িত্বে আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। সেই নির্বাচন ঘিরে ক্রিকেটপাড়া সরব। তামিম অংশ নিলে সেখানে নতুন মাত্রা যোগ হবে। দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে অবদান রাখা সাবেক এই অধিনায়ক এবার বোর্ডের নেতৃত্বে আসেন কি না, এটাই এখন ক্রিকেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের জয়
পরবর্তী নিবন্ধশ্রুতিঅঙ্গনের নজরুল সংগীতানুষ্ঠান