বিসিবি নির্বাচনে অংশ নেবেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

কুইক টিটোয়েন্টি ইনিংসকে’ এখন লম্বা টেস্ট ইনিংসে রূপ দিতে চান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ঘোষণা দিয়েছেন বোর্ডের আগামী নির্বাচনে পরিচালক পদে লড়ার। পরিচালক হতে পারলে পরে তিনি সভাপতির দায়িত্বও পেতে চান আবার। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল মঙ্গলবার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল বলেছিলেন আমি একটা কুইক টিটোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। একটা ভালো টিটোয়েন্টি ইনিংস খেলব। যেটা আপনারা সবাই মনে রাখবেন। লম্বা সময় দায়িত্বে থাকার পরিকল্পনা নেই। এটিও পরে নানা সময়ে বলেছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তবে তার সেই ভাবনায় বদল এসেছে এখন। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই জানালেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন আগের দিন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করেছেন যে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন আয়োজন করব । এবং প্রপার নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। সিলেটে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গত সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। খুব শিগগিরই নির্বাচক কমিশন গঠন হবে বলেও জানান তিনি। বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে পরিচালকদের ২৩ জন পরিচালক নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন আরও দুজন। সেই ২৫ পরিচালকের ভোটে পরে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়। আমিনুল ও নাজমুল, দুজনেই এখন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক পদে আছেন। সেখান থেকেই পরে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল। তিনি আবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নেই পরিচালক হবেন নাকি নির্বাচনে অংশ নেবেন সেটি অবশ্য পরিষ্কার নয় এখনও। সমপ্রতি বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। পরিচালক হতে পারলে পরে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছেও আছে সাবেক এই অধিনায়কের।

পূর্ববর্তী নিবন্ধহামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা সেমিফাইনালে