বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব চ্যানেল খুলতে যাচ্ছে। গত এক বছর ধরে এসবই আলোচনাতে ছিল। এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বিসিবি টিভি। গতকাল রোববার বিসিবির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএম শেষে এসব তথ্য জানান, যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বিসিবির টিভিসহ আর্থিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠনতন্ত্রে দুটি সংশোধনী আনা হয়েছে।
এ ব্যাপারে বোর্ড প্রধান বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা নিজেদের টিভিতে দেখাবো।’
টিভি আনার কারণ ব্যাখ্যা করে পাপন বলেন, ‘বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করবো, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনও সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’ তবে, স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। আপাতত গঠনতন্ত্রে সংশোধনী এসেছে, পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ড প্রধান। গত কিছুদিন ধরেই গুঞ্জন বাণিজ্যিক দিকে হাঁটতেই এই সংশোধনগুলো আনতে যাচ্ছে বিসিবি। তবে এজিএমের পর স্পষ্ট করেই বিসিবি জানিয়েছে, ওই পথে যাচ্ছে না তারা। মূলত তাদের ব্যাংকিং কার্যক্রমগুলোকে গতিশীল করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে বিসিবি টিভি আনার জন্য তারা কাজ করছেন।
এফডিআর, বন্ড কেনার মতো ঝুঁকিহীন বিনিয়োগগুলোও করবে তারা।