বিসিবি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় গ্রুপ লিগ ম্যাচে সিসিএ (২০৩/৪/২০) ৭৭ রানের বড় ব্যবধানে ঢাকার শিশু–কিশোর ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। সিসিএ’র শাবাব ৮৯ ও ইমরান ৭৬ রান করেন। বল হাতে সিসিএ’র শাবাব ৩টি, আবির, নূর, মেহরাব ও প্রিয়ম একটি করে উইকেট পান। ম্যাচসেরা শাবাব এর হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক,ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরী।











