বিসিবি চাইলে অধিনায়কত্ব করতে রাজি লিটন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কুঁচকির ইনজুরির কারণে এবারের ক্যারিবিয়ান সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্বে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন দলের সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর টিটোয়েন্টিতে এই দায়িত্ব দেওয়া হয় লিটনকে। এই সংস্করণে প্রথমবার পুরো সিরিজের অধিনায়কত্ব পেয়ে নেতৃত্বে নজর কাড়েন লিটন। সিরিজে তার দলকে দারুণভাবে পরিচালনা করেন তিনি। বোলিং পরিবর্তন, মাঠ সাজানো থেকে শুরু করে চাপের সময় দলকে উজ্জীবিত রাখা কিংবা বোলারদের ছোট ছোট পরামর্শ দেওয়া সব কিছুই ছিল চোখে পড়ার মতো। চমৎকার অধিনায়কত্বের পরও অবশ্য নিশ্চিত নয়, শুধু এক সিরিজেই থমকে যাবে কিনা লিটনের নেতৃত্বের অধ্যায়। কারণ তার অধিনায়কত্ব কি শান্তর ইনজুরির জন্য নাকি পূর্ণাঙ্গ কোনো মেয়াদে সেটি স্পষ্ট করা হয়নি বিসিবির পক্ষ থেকে। এই প্রসঙ্গে বিসিবির কোর্টেই বল ছেড়ে দিলেন লিটন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসায় তারেক রহমান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন