বিসিবি কার্যালয় পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিসিবির অবকাঠামোগত সুবিধাদি পরিদর্শনে গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাকে সঙ্গ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আগের দিনই খবর ছড়িয়ে পড়ে, সোমবার দুপুর নাগাদ বিসিবিতে পরিদর্শনে যাবেন আসিফ। তাকে বরণ করতে তাই সকাল থেকেই ভিড় জমে যায় মিরপুর স্টেডিয়ামের সামনে। সেই ভিড় ঠেলে বেলা ১২টার পর বিসিবিতে আসেন তামিম। পরে দুপুর ১টার কাছাকাছি সময়ে বিসিবি প্রাঙ্গণে প্রবেশ করেন আসিফ। বিসিবি কার্যালয়ে কিছু সময় কাটানোর পর তামিমসহ বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশারকে নিয়ে মাঠে নেমে আসেন ক্রীড়া উপদেষ্টা। এসময় গ্যালারিসহ মাঠের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখান তামিম। পরে মিডিয়া সেন্টার ঘুরে বিসিবি একাডেমি মাঠেও যান আসিফ। সেখানে অনুশীলনে ব্যস্ত থাকা নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। আগের সিদ্ধান্ত অনুযায়ী এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি ক্রীড়া উপদেষ্টা। তবে বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় ক্রিকেট বোর্ড পরিদর্শন নিয়ে কথা বলেন আসিফ। নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো ঘুরে দেখছি। বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। বিসিবি ও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। বিসিবিতে অবকাঠামোগত সুবিধাগুলো ঘুরে দেখছিলাম। নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব। পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আরও বিস্তারিত ধারণা দেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি জানান, রুটিন কার্যক্রমের অংশ হিসেবেই বিসিবি পরিদর্শন করেছেন আসিফ। তিনি অফিস পরিদর্শন করেছেন এবং আমাদের যে সুযোগসুবিধাগুলো আছে সেগুলো দেখেছেন। তার আসার মূল যে বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি, উপদেষ্টা মহোদয়ের হয়ত আরও পরিকল্পনা আছে। শিগগিরই অন্যান্য ফেডারেশন গুলোতেও হয়ত যাবেন। সেটার ধারাবাহিকতায় হয়তো আমাদের ক্রিকেট বোর্ডে এসেছিলেন। এসময় পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রসঙ্গ এলে সামনের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধান নির্বাহী। এটা একটা ভাবনার জায়গা। এটা সম্পর্কে দেখেছেন যে বিভিন্ন কর্মকর্তারা যারা প্রতিবাদ করেছেন, তাদের অন্যতম বিষয় ছিল এটা। সম্ভবত আগামী বোর্ড সভায় এটা নিয়ে কথা হবে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিমের থাকা নিয়ে ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন। জাতীয় দলের সাবেক অধিনায়কের থাকার কারণ স্পষ্ট করে বলতে পারেননি নিজামউদ্দিন। তবে কারও সঙ্গে আলাদা করে আলোচনা হয়নি বলে জানান তিনি। তিনি কারও সঙ্গে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা।

এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে তামিমের থাকার ব্যাপারে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোন বিষয় নিয়ে কথা হয়নি। এই বিষয়টা আসলে আমি অবগত না কী দায়িত্ব থেকে তামিম এসেছেন। উনি এসেছেন, যেহেতু উপদেষ্টা ছিলেন, সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না। বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস নিয়ে কাজ শুরু করতে চান প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম। সে লক্ষ্যে বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন সাবেক এই অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধরাওয়ালপিন্ডিতে পেসারদের নিয়ে আশাবাদী হাথুরুসিংহে
পরবর্তী নিবন্ধআবার ‘তেপান্তর’