রিজিয়নাল ক্রিকেট কমিটি বা আঞ্চলিক ক্রিকেট কমিটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট তৎপর ছিল অনেক দিন আগে থেকে। অবশেষে গত ১১ জুন পরিচালনা পর্ষদের সভায় দেশের ছয়টি রিজিয়নাল কমিটি অনুমোদন করে বিসিবি। সে সাথে চট্টগ্রামের ১১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটিও গঠন করা হয়। এই ১১ জনের সাথে আরো দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবি পরিচালক আ.জ.ম. নাছির উদ্দিনের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে আছেন বিসিবি পরিচালক আকরাম খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আলমগীর, বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, চট্টগ্রাম আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান গওহর সিরাজ জামিল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট সম্পাদক সৈয়দ আবুল বশর, নিয়াজ মোরশেদ এলিট, ফেনী থেকে নির্বাচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা, কক্সবাজার জেলা থেকে বিসিবির প্রতিনিধি মাহমুদুল করিম। এবার সে তালিকায় যোগ হয়েছে বিসিবির চাঁদপুর জেলার কাউন্সিলর জাহিদুল ইসলাম এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান রোমেন। প্রায় তিন মাসের মাথায় আজ প্রথম সভা করতে যাচ্ছে চট্টগ্রামের এই রিজিয়নাল কমিটি। যদিও আজকের সভার আলোচ্য সুচিতে তেমন কিছু নেই বলে জানিয়েছেন কমিটির এক সদস্য। তিনি বলেন মূলত পরিচিতি সভা হতে পারে আজকের সভাটি। তবে সুনির্দিষ্ট কোন এজেন্ডা না থাকলেও চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নে কি পরিকল্পনা গ্রহন করা যায় তা নিয়ে নিশ্চয়ই প্রাথমিক কিছু আলোচনা হতে পারে। সবচাইতে বড় কথা এই রিজিয়নাল কমিটির ভুমিকা কি হবে, তাদের কাজের পরিধি কি হবে সে সব নিয়েও আলোচনা হতে পারে। তবে চট্টগ্রামবাসীর আশা এই রিজিয়নাল কমিটি চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখবে।












