গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় পরিবর্তনের হাওয়া। গতকাল শনিবার বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। যেখানে দুই বোর্ড পরিচালক নতুন দুটি কমিটির দায়িত্ব পেয়েছেন।
সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। সেখানে তারা জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদ সামলানো ইফতেখার রহমান মিঠু। বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কেটের ঘোষণার মধ্যেই গতকাল বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। সেই বৈঠকেই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নাজমুল আবেদীন ফাহিমের কাঁধে। নারী উইংয়ের চেয়ারম্যানও করা হয় তাকে। সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন এগারোটি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম–এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন। মেডিকেল কমিটির চেয়ারম্যান মনজুর আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি। সভায় নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিপিএল নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার এবং সব দলের মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্তও হয়েছে।
স্ট্যান্ডিং কমিটি : মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি: ইফতেখার রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহা, হাই পারফরম্যান্স: মাহবুব আনাম, টুর্নামেন্ট কমিটি: আকরাম খান, গ্রাউন্ডস কমিটি– মাহবুব আনাম, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খান, ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান, ক্রিকেট অপারেশন্স কমিটি: নাজমুল আবেদিন ফাহিম, বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি: সাইফুল আলম স্বপন চৌধুরী,আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু, সিসিডিএম: সালাউদ্দিন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: ফারুক আহমেদ, বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ, লজিস্টিক প্রোটকল কমিটি: ফাহিম সিনহা, উইমেন্স উইং: নাজমুল আবেদিন ফাহিম,অডিট কমিটি: মোহাম্মদ সালাউদ্দিন, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: মাহবুব আনাম, মেডিকেল কমিটি: মনজুর আলম,ফিন্যান্স কমিটি: ফাহিম সিনহা, ডিসিপ্লিনারি কমিটি: সাইফুল আলম স্বপন, ওয়েলফেয়ার কমিটি– মনজুর আলম।