আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশীয় গণ্ডি পেরিয়ে বিদেশি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও তাদের অবসর না নেওয়ার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন। তবে তারা আরও এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সব ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। কেন্দ্রীয় চুক্তির ২২ সদস্যের তালিকায় তিনিই একমাত্র সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন। গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি ও ডি। যদিও আগে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী ক্যাটাগরি ভাগ করা হতো। সাধারণত আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের শ্রেণিভিত্তিক কেন্দ্রীয় চুক্তি করে ক্রিকেট বোর্ড। এর আগে ওয়ানডে, টি–টোয়েন্টি ও টেস্ট ক্যাটাগারিতে এই তালিকা হলেও, এখন বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। অভিজ্ঞ তারকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পাচ্ছেন ‘বি’ ক্যাটাগরিতে।
‘সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে। কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান। তিনি টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেকে বিদায় বলার সম্ভাবনা থাকলেও, তিনি খেলতে পারেননি টুর্নামেন্টটিতে। সবমিলিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মুশফিক–মাহমুদউল্লাহ অবসর নেবেন বলে মৃদু গুঞ্জন থাকলেও, কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় তাদের দেখে তেমনটা ঘটছে বলেই ধারণা করা হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, তালিকা এখনই চূড়ান্ত হচ্ছে না। কারণ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এই তালিকায় রাখা হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। এর আগে বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনকেই পারফর্ম করতে হবে। এর মধ্যে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি। অন্যদিকে টি–টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনো অবসর নেননি মুশফিক।
২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা (প্রস্তাবিত): এ+ ক্যাটাগরি– তাসকিন আহমেদ, ‘এ’ ক্যাটাগরি– নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ‘বি’ ক্যাটাগরি– মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা,‘সি’ ক্যাটাগরি– সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান,‘ডি’ ক্যাটাগরি– নাসুম আহমেদ, খালেদ আহমেদ।