গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে ৬ মাস কেটে গেলেও সেই পুরস্কারের অর্থ হাতে পাননি সাবিনা–কৃষ্ণারা। দেশের শীর্ষ দুই ক্রীড়া ফেডারেশনের মধ্যে যোগাযোগ ঘাটতির কারণে এতদিন
পুরস্কার পাওয়া হয়নি মেয়েদের। এ নিয়ে গত কয়েকদিন সোচ্চার ছিল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। দুই ধরনের বক্তব্য এসেছে দুই ফেডারেশনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে। বাফুফে সভাপতি কাজী মো.সালাউদ্দিন বলেছিলেন, বিসিবির পুরস্কার সম্পর্কে তাঁর কিছু জানা নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মেয়েদের চেক প্রস্তুত আছে কিন্তু বাফুফে নিচ্ছে না।
অবশেষে গতকাল বৃহস্পতিবার বিসিবির প্রতিশ্রুত সেই পুরস্কার গ্রহণ করেছেন সাবিনারা। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস চেক হস্তান্তর করেছেন ইফতারের পর। নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমাকে নিয়ে
বৃহস্পতিবার বিকেলে মিরপুর বিসিবি কার্যালয়ে গিয়েছিলেন বাফুফের মিডিয়া এঙিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কন্টিনজেন্ট ছিল ৩৪ সদস্যের। এর মধ্যে নেপালে খেলা দেখতে যাননি দুইজন কর্মকর্তা। তারা হলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী ও টিপু সুলতান। এই দুই জন বাদে বাকি ৩২ জনকে ৩২টি চেক দিয়েছে বিসিবি। যেখানে মোট টাকা ৫১ লাখ। বিসিবি প্রতিশ্রুত টাকার চেয়ে এক লাখ বেশি।