বিসিবির চুক্তিতে ফিরছেন সাকিব-তাসকিন

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাসকিন আহমেদকে কেন্দ্রীয় চুক্তি উপহার দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । সেই সঙ্গে সব ফরম্যাটের চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিসিবির সভায় জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে নতুন কেন্দ্রীয় চুক্তি অনুমোদন করা হবে। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন তাসকিন। ওই সিরিজে তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে। এর আগে ইনজুরি ও ফর্মের কারণে প্রায় ৩ বছর জাতীয় দলের বাইরে থাকা ২৬ বছর বয়সী পেসার ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না। গত বছর সবমিলিয়ে ১৭ জন ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় ছিলেন। এর মধ্যে ৭ জন ছিলে সব ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ। এবার ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় চুক্তিতে এবার থাকবে ১৮ জনের নাম। যদিও তাসকিন তিন ফরম্যাটেই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তারপরও তাকে টি-টোয়েন্টিতে নিয়মিত নাও দেখা যেতে পারে। কারণ তার ওপর কাজের চাপ কমাতে চায় টিম ম্যানেজমেন্ট, যাতে তার কাছ থেকে সেরাটা বের করে আনা যায়। শ্রীলংকায় দ্বিতীয় টেস্ট শেষে তাসকিনের সঙ্গে আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট। সেখানেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়েছে। পরে তাসকিন বলেন, সিরিজ শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আমার সঙ্গে কথা বলেছেন। তার মানে এটা নয় যে আমি টি-টোয়েন্টি খেলবো না। তারা শুধু এটাই চান যে, আমি যেন টেস্ট এবং ওয়ানডেতে বেশি মনোযোগী হই। বিসিবি সূত্রে জানা গেছে এরইমধ্যে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রাায় চূড়ান্ত করা হয়ে গেছে। আর এই তালিকায় থাকছেন সাকিব। তাকে সব ফরম্যাটের জন্যই বিবেচনায় রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅননুমোদিত টিকা কিনছে ভারত
পরবর্তী নিবন্ধচিলির কাছে পয়েন্ট হারাল আর্জেন্টিনা