বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহীর কাছে সালাহউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। পরে বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি২০ সিরিজের পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার পর সালাহউদ্দিনের পদত্যাগের বিষয়ে পরবর্তী মন্তব্য তারা করবেন। এ সম্পর্কে ফাহিম বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সালাহউদ্দিন পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন। আমরা আর কোনও মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করবো।’ ২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহউদ্দিন। এর আগে ২০০৬২০১০ সাল পর্যন্ত বাংলাদেশর দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১০২০১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও তিনি কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রথম জয় চসিক একাদশের কল্লোল গ্রীনের দ্বিতীয় পরাজয়