বিসিবির কোচিং প্যানেলে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ হিসেবে সাবেক তিন ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পাওয়া তিন ক্রিকেটার হলেনসাবেক অধিনায়ক রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ খান। দুই দিন আগের বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকেটাঙ্গনে যখন স্থানীয় কোচদের নিয়োগ নিয়ে আলোচনা, ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন ক্রিকেটারকে বিসিবি নিয়োগ দিয়েছে। রাজিন সালেহ ও তুষার ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। অন্যদিকে, তারেক আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচের ভূমিকায়। রাজিন সালেহ অবশ্য দায়িত্ব নিয়েছেন তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দৈনিক সাড়ে সাত হাজার টাকা। ওই হিসেবে মাসে পাবেন ২ লাখ ২৫ হাজার টাকার মতো। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে রাজশাহীতে কাজ করছেন সাবেক এই অধিনায়ক। তিনি এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন। রাজিন স্বল্প মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হলেও তুষার এবং তারেক দুজনই ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের বেতন প্রতিমাসে ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগে দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাসিক ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের হয়ে রাজিন সালেহ ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। তারেক আজিজ খেলেছেন ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে। অন্যদিকে তুষার ইমরান দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে। আর নাদিফ চৌধুরী খেলেছেন ৩টি টিটোয়েন্টি ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে মুখোমুখি এমবাপ্পে-রোনাল্ডো