তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং পরে ক্রিকেটারদের তোপের মুখে পড়া বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম আবারও বোর্ডের প্রভাবশালী ‘অর্থ কমিটির’ প্রধানের দায়িত্বে ফিরলেন। গত শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই দায়িত্ব পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। ক্রিকেটারদের চাপের মুখে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সভা শেষে সাংবাদিকদের জানান, নাজমুল ইসলামের কাছে যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, তার লিখিত জবাব বিসিবির শৃঙ্খলা বিভাগের কাছে সন্তোষজনক মনে হয়েছে। ফলে তার পুনরায় দায়িত্বে ফিরতে আর কোনো বাধা নেই। নাজমুল ইসলাম নিজেও গণমাধ্যমকে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।












