বিসিবিতে এবার চট্টগ্রামের নয় কাউন্সিলর

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের দামামা বেজে উঠেছে। এরই মধ্যে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর তালিকা সম্পন্ন হয়েছে। দেশের সবচাইতে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হতে চায় এখন এমপি, মন্ত্রী থেকে সবাই। এবার বিসিবিতে প্রতিনিধিত্ব করছেন চট্টগ্রামের নয়জন ক্রিকেটার এবং সংগঠক। আগামী নির্বাচনে চট্টগ্রাম থেকে দু’জন পরিচালক হওয়ার সম্ভাবনাও একেবারে নিশ্চিত। বিসিবিতে এবারেও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সংস্থাটির সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। তিনি গত দুই মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। একবার সহ সভাপতিও ছিলেন। তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সভাপতিও। এবারের নির্বাচনেও তিনি পরিচালক নির্বাচিত হবেন চট্টগ্রাম বিভাগের কোটায় সেটা এক রকম নিশ্চিত। এবারেও বিসিবিতে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি বাংলাদেশ দলের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। গত দুই মেয়াদে তিনি চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে বিসিবিতে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির মত গুরুত্বপূর্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। এবারের নির্বাচনেও আকরাম খান হতে যাচ্ছেন বোর্ড পরিচালক। বাংলাদেশ দলের অধিনায়ক, নির্বাচক, প্রধান নির্বাচক এরপর বোর্ড পরিচালক। আর সে পদে এবার হ্যাটট্রিক করবেন বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড আকরাম খান।


চট্টগ্রামের আরেক বর্ষীয়ান ক্রীড়া সংগঠক আলহাজ্ব আলি আব্বাস টানা তৃতীয়বারের মত বিসিবির কাউন্সিলর হলেন। আগের দুইবার তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে। এবারে তিনি কাউন্সিলর হয়েছেন ঢাকার গুলশান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে। দীর্ঘদিন চট্টগ্রাম মোহামেডানকে নেতৃত্ব দেওয়া আলহাজ্ব আলি আব্বাস গত দুই মেয়াদে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির সদস্য সচিব। এবার তিনি আরো একবার কাউন্সিলর হলেন বিসিবিতে। চট্টগ্রামের আরেক ক্রীড়া সংগঠক মনজুর আলম মঞ্জুও টানা তৃতীয়বারের মত বিসিবির কাউন্সিলর হয়েছেন। প্রথমবার তিনি কাউন্সিলর ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে। গতবার আর এবারে তিনি ঢাকার আসিফ শিফা ক্রিকেট একাডেমির প্রতিনিধি। চট্টগ্রামতো বটেই দেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ মঞ্জু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির সদস্য তিনি। ঢাকা মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান। ছিলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান। ন্যাশনাল উইম্যান ফুটবল উইংসের সদস্য এবং বাফুফে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান। চট্টগ্রাম মোহামেডানের সহ সভাপতি মঞ্জু আরো নানা সামাজিক এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।


সিরাজুদ্দিন মো. আলমগীরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ততা দীর্ঘ দিনের। ছিলেন বোর্ড পরিচালক, বিপিএল এর সদস্য সচিব। আবারো তিনি বিসিবির কাউন্সিলর হলেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর এবারেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিসিবিতে গেছেন। তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সহ সভাপতি ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহি সদস্য।


চট্টগ্রামের তিন সাবেক জাতীয় ক্রিকেটার এবারে বিসিবি কাউন্সিলর হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কাউন্সিলর হয়েছে সাবেক অধিনায়ক কোটায়। তিনি গতবারেও কাউন্সিলর ছিলেন। বিসিবিতে নির্বাচক হিসেবে দুই বছর এবং প্রধান নির্বাচক হিসেবে পাঁচ বছর পার করছেন দেশের অন্যতম সেরা এই সাবেক ক্রিকেটার। তার দল গঠন বরাবরই প্রশংসিত হয়েছে। চট্টগ্রামের আরেক সাবেক জাতীয় ক্রিকেটার আজম ইকবাল এবারেও বিসিবি কাউন্সিলর হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার কোটায়। তিনি গত বারেও ছিলেন কাউন্সিলর। ক্রিকেটকে বিদায় বলার পর ক্রিকেটের সাথেই জড়িয়ে আছেন আজম ইকবাল। পালন করেছেন ম্যাচ রেফারীর দায়িত্ব। বিপিএলে ছিলেন ঢাকা ডাইনামাইটসের ম্যানেজার।

চট্টগ্রাম বিভাগের নির্বাচকও ছিলেন আজম ইকবাল। চট্টগ্রামের আরেক সাবেক জাতীয় ক্রিকেটার নফিস ইকবাল খান প্রথমবারের মত কাউন্সিলর হয়েছেন বিসিবিতে। ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটের সাথেই আছেন নাফিস। পালন করেছেন বিভিন্ন বয়স ভিত্তিক দলের ম্যানেজারের দায়িত্ব। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ছিলেন বিভাগীয় ক্রিকেট দলের নির্বাচক এবং ম্যানেজারও। চট্টগ্রামের আরেকজন প্রথমবারের মত বিসিবির কাউন্সিলর হয়েছেন। তিনি অবশ্য ক্রিকেটর সাথে যুক্ত ছিলেন না কখনো। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। শিক্ষা বোর্ড ক্যাটাগরিতে তিনি এবারে বিসিবির কাউন্সিলর। তবে দুজন কাউন্সিলর বাদ পড়েছেন। তারা হলেন সাবেক দুই জাতীয় ক্রিকেটার শফিকুল হক হিরা এবং শহীদুর রহমান। তারা দুজনই দীর্ঘ দিন বিসিবিতে কাউন্সিলর ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসান মুরাদের বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি ‘এ’ দল
পরবর্তী নিবন্ধফ্রান্সের পাশে ইইউ