বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের একজন জাতীয় দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয়। তিনিও তারা চেষ্টা করেছিলেন আদালতের মাধ্যমে কিছু করতে। রোববার বিপিএলের নিলাম শুরুর আগে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবং তাদের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। পরে আদেশে ডিভিশন বেঞ্চ রিট পিটিশনগুলো সারসংক্ষেপে খারিজ করে দেন। রিট খারিজের পর এনামুল স্বাভাবিকভাবেই হতাশ। তবে আইনি লড়াইয়ে তিনি অবিচল থাকার ইঙ্গিত দিয়েছেন। নিজেকে নির্দোষ দাবি করে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট এবং ক্রীড়া উপদেষ্টা বরাবর একটি আইনি চিঠি পাঠিয়েছেন ৩৩ ছুঁইছুঁই ব্যাটসম্যান। ‘বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেই চিঠি পৌছে দিতেই আসলে আমার আজকে (সোমবার) আসা বিসিবিতে। বিসিবি চিঠিটি গ্রহণ করেছে। পরবর্তীতে যে কথোপকথন হবে, তা সংবাদ সম্মেলনে আমার আইনজীবীকে সঙ্গে নিয়ে।’ ‘আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলব অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে যাব।’












