বিসিক জেলা কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে আগ্রাবাদস্থ বিসিক ভবনের সম্মেলন কক্ষে গত ২৮ জুন ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও ‘বাংলাদেশে ক্রেতার অধিকার সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক (উপসচিব) মো. মোতাহার হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম। এছাড়া প্যানেল আলোচক ছিলেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ড. শাহাদাত হোছাইন।
সেমিনারে নাসিব চট্টগ্রামের সভাপতি, ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি, রাবার মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম চেম্বার সচিব, উইমেন চেম্বারের পরিচালকবৃন্দসহ চট্টগ্রামের উদ্যোক্তরা অংশগ্রহণ করেন। বিসিক জেলা কার্যালয় চট্টগ্রামের ডিজিএম মো. নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। উল্লেখ্য ক্রেতা-বিক্রেতা সম্মিলন উপলক্ষে আগ্রবাদ বিসিক ভবন প্রাঙ্গনে ৩ দিনের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। যা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।