তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে –চট্টগ্রাম বিশ্বদ্যিালয়, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী কলেজ, বাওয়া স্কুল ও কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, ইস্পাহানি স্কুল, এনায়েতবাজার মহিলা কলেজ, পাহাড়তলী গার্লস স্কুল ও কলেজ।