বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাজীপুরের পিংকী রাণী বর্মণ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের চুরখাই এলাকায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। খবর বিডিনিউজের।
শুক্রবার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে তার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসার কথা ছিল। বাবার সঙ্গে মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। নিহত পিংকী রাণী বর্মণ (২৫) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণ ও মণিকা রাণী বর্মণের দ্বিতীয় সন্তান।
পিংকীর বাবার বরাত দিয়ে বড় ভাই নিতাই চন্দ্র বলেন, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন পিংকী। তার বিসিএস পরীক্ষার কেন্দ্র ছিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। পরিবারের সঙ্গে থাকতেন গাজীপুরের সদরের তালতলী গ্রামের বাড়িতে। ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্র হওয়ায় বেশ কিছুদিন আগে ভালুকায় নানাবাড়িতে গিয়েছিলেন বলে তিনি জানান।
তিনি জানান, শুক্রবার ভোরে বাবা নারায়ণ চন্দ্র বর্মণ গাজীপুর থেকে মোটরসাইকেলে ভালুকা যান। সেখান থেকে পিংকীকে মোটরসাইকেলে নিয়ে আনন্দমোহন কলেজের উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চুরখাই এলাকায় পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করে সামনে গিয়ে হঠাৎ ব্রেক করে। এতে চালকের আসনে থাকা তার বাবা নিয়ন্ত্রণ হারালে পিংকী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান এবং পেছন থেকে ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিংকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। ছাত্রী নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।