৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) সময় ধরা পড়েছেন এক তরুণী। প্রিয়তি জান্নাত নামের ওই তরুণীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল নগরীর ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধরা পড়লে প্রিয়তি জান্নাতকে আটক করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। যার হয়ে তরুণী প্রক্সি দিয়েছেন তিনি একজন ছেলে পরীক্ষার্থী। ভূয়া প্রবেশপত্র বানিয়ে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। যা সরকারি কর্ম কমিশন আইন–২৩ এর ১০ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ জন্য তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে ২০০ নম্বরের বাংলা পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৬২৫ জন। সকাল ১০ থেকে ২ টা পর্যন্ত চলে পরীক্ষা।