বিসিএসএ’র রিট, আইনি চ্যালেঞ্জের মুখে বর্ধিত ট্যারিফ

চট্টগ্রাম বন্দর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

এবার আইনি চ্যালেঞ্জের মুখে পড়লো চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ। চট্টগ্রাম বন্দরে কন্টেনার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ কন্টেনার শিপিং অ্যাসোসিয়েশন (বিসিএসএ) বন্দরের নতুন ট্যারিফ সিডিউলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুল জারি করে আগামী ১৫ দিনের মধ্যে ট্যারিফ বৃদ্ধির ব্যাপারে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

রিটের শুনানি শেষে নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কেন নতুন ট্যারিফ সিডিউলকে বেআইনি এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে বলাতে বলা হয়েছে। আদালত বিশেষভাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিসিএসএ’র ১৪ অক্টোবর তারিখের চিঠিটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন বলেও ল’য়ার সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ কন্টেনার শিপিং অ্যাসোসিয়েশন (বিসিএসএ) হলো বাংলাদেশে চলাচলকারী কন্টেনার শিপিং লাইনগুলোর শিপিং এজেন্টদের প্রতিনিধিত্বকারী সংস্থা। যারা দেশের ৯০ শতাংশের বেশি কন্টেনারজাত পণ্য পরিবহন করে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি
পরবর্তী নিবন্ধহাটহাজারী থানা থেকে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’, সাবেক শিবির নেতা গ্রেপ্তার