বিসিএলের ফাইনালে খেলবে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে রান বন্যার ম্যাচে ড্র করেছে মধ্যাঞ্চল এবং বিসিবি দক্ষিণাঞ্চল। আর তাতে এই দু দলই বিসিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শেষেই বোঝা যাচ্ছিলো এ ম্যাচটা ড্র’র দিকেই যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত দুই দলের এক ইনিংস শেষ না হওয়ায় ম্যাচ নিষ্ফলা থেকে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে ওঠে। গতকাল শেষ দিনেও অতি নাটকীয় কিছু ঘটেনি। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪৮১ রানের জবাবে দক্ষিণাঞ্চল ১৩ রানে এগিয়ে থামে ৪৯৪ রানে। গতকাল সেঞ্চুরি তুলে নেন দক্ষিনাঞ্চলের জাকির হাসান। এর আগে অমিত হাসান (১১৭) ও তৌহিদ হৃদয়ের (১২২) এর পর দক্ষিণাঞ্চলের তৃতীয় ব্যাটাসম্যান হিসেবে শতরান পূর্ণ করেন জাকির। তার ব্যাট থেকে আসে ১০৯ রান। ১৮৫ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি।
দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ। স্কোর বোর্ডে ১৫ রান জমা হতেই আউট দুই ওপেনার মিজান আর মিঠুন। ওয়ান ডাউনে নেমে সৌম্য খেলেন ৪৩ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৭০ রান করা সালমানও পারেননি দ্বিতীয় ইনিয়েসে রান করতে। তিনি ফিরেছেন ১৭ রান করে। শেষ পর্যন্ত তাইবুর রহমান ১৭ রানে এবং শুভাগত হোম ১১ রানে অপরাজিত থাকেন। আর তাতে চতুর্থ দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ৯৯। দক্ষিনাঞ্চলের পক্ষে ২টি উইকেট নেন রিশাদ হোসেন। ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তবে ম্যাচ সেরা হয়েছেন মধ্যাঞ্চল অধিনায়ক শুভাগত হোম। তার হাতে পুরষ্কার তুলে দেন বিসিবির পরিচালক মনজুর আলম মঞ্জু। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে রেজা-সাধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন