বিসিআইসিকে হারিয়ে প্রথম জয় বাকলিয়ার

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে টানা তিন হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে বাকলিয়া একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বুধবার লিগের একমাত্র খেলায় বাকলিয়া ১০ গোলে অফিস দল বিসিআইসি ক্রীড়া সংসদেেক পরাজিত করে। বিসিআইসি ৪ খেলায় এখনো কোন জয়ের মুখ দেখেনি। তারা ২টি খেলায় ড্র এবং ২টি খেলায় পরাজিত হয়েছে। ৮ খেলা শেষে তাদের পয়েন্ট ২। অন্যদিকে বাকলিয়া সমান খেলায় ৩ পয়েন্ট পেয়েছে। তারা প্রথম ৩টি খেলাতেই হার মেনেছিল যথাক্রমে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স এবং রাইজিং স্টার ক্লাবের কাছে। গতকাল আক্রমন পাল্টা আক্রমনে খেলা চললেও প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতাময় খেলা হয় তবে কেউ গোল করতে পারছিল না। ৭৭ মিনিটে বিসিআইসি’র বদলি খেলোয়াড় রনির একটি দুর্দান্ত হেড অল্পের জন্য বাইরে চলে যায়। অবশেষে খেলার ৮৮ মিনিটে বাকলিয়ার বদলি খেলোয়াড় মোহাম্মদ রমজান গোলের বন্ধ্যাত্ব গোছান। বঙের বাইরে বামপ্রান্ত পাওয়া একটি ফ্রি কিক থেকে তার দুর্দান্ত শটের বল বিসিআইসি রক্ষণভাগের মাথা এবং গোলরক্ষকের হাত ছুঁইয়ে গোলে প্রবেশ করে ()। এই গোলেই টানা তিন হার দেখা বাকলিয়া একাদশ প্রথম জয়ের উল্লাস নিয়ে বাড়ি ফেরে। গতকাল ম্যান অব দি ম্যাচের পুরস্কার পান বাকলিয়ার একমাত্র গোলদাতা মোহাম্মদ রমজান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শাহ একরাম।

আজ রেলওয়ে রেঞ্জার্স এবং কল্লোল সংঘের নির্ধারিত খেলাটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হবে না। খেলাটি আগামীকাল ২৪ নভেম্বর সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত হবে। একই দিনের দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কে এম স্পোর্টিং ক্লাব বিকাল ২.৪৫টায় পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া ক্যারম অনূর্ধ্ব-৫০ এককে সুবল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনানা ঘটনার ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা