বিষ ছিটিয়ে বোনদের ক্ষেতের ধান নষ্ট করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বিষ ছিটিয়ে চার বোনের ক্ষেতের ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনার ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চার বোনের পক্ষে ছাবেকুন্নাহার। তিনি বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় ধান চাষ করেছি। আমাদের ভাই এতে ক্ষিপ্ত হয়ে ঘাস মারার বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ভাই আমির হোসাইন মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রাম থেকে জামায়াত- শিবিরকে উৎখাত করা সম্ভব না
পরবর্তী নিবন্ধফেনী নদীতে অভিযান, ১৫ ড্রেজার ও অবৈধ পাইপ জব্দ