বিষ-অমৃত

জেসমীন জেসী | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

ঘোর বরিষণ,

উঠোনে কাদার কৈ,

ঘরের ভিতরের সোনা বউ,

ভিতরবাহিরে সমানেসমান ঝড়:

এ দেখা কেবল অমিলেরগর।

বেগানার হাতে মরিতে হয় না,

নিজের ভিতর নিজেই পুষে কালসাপ,

বাটি ভরে দুধ মুখে তুলে দেয়

নিয়ম করে,

দৈর্ঘ্যেপ্রস্থে বাড়ে সেও ধীরে ধীরে।

মরণ জেনেও পরিশেষে

পোষার বিষে অমৃত খুঁজে।

পূর্ববর্তী নিবন্ধআগস্ট মানে চোখের কোণে জল
পরবর্তী নিবন্ধবহুমুখী প্রতিভা ও গুণের ধারক আলহাজ্ব নূর মুহাম্মদ আলকাদেরী