বিষাদগার অবয়ব

খোদেজা মাহবুব | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চারপাশটা মেঘে ঢাকা

অন্ধকার টা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

পুরো আকাশ জুড়ে মেঘের আচ্ছাদন।

ঠিক এই মুহূর্তে যদি হঠাৎ

সূর্যের আলোক ছটা দেখা দেয় মনে

তবে কেমন হয়?

খুব বেশি আন্দোলিত হবে কি মন?

হবে হয়তো?

তবে, সেটা কিঞ্চিৎ হাসি সম্বলিত।

ঠিক উপলব্ধি করতে পারে না মন

প্রকৃতির এমন বিষাদগার অবয়ব।

অন্ধকারের মাঝে হঠাৎ আলোক ছটায়

উদ্বেলিত মন আবারও কঠিনতম

রূপের আভায় ছিটকে যায়।

ছিটকে যেতে বাধ্য।

পূর্ববর্তী নিবন্ধআলোর জমিন
পরবর্তী নিবন্ধআজও ভালোবাসি ওকে