বিষাদ ইকরাম আকাশ | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ নীলের নীলিমায় অস্তিত্বের লড়াই ভালোবাসার সংগ্রাম কখনো–বা নিজ হতেই হারিয়ে যায়, খামের মাঝে লিখিত গদ্য হয়তো–বা পদ্য পড়ে যদি সবাই দেখতো; তবে না পাওয়ার আক্ষেপে পোড়া মনের বিষাদ–যন্ত্রণার আবেশ পেতো।