বিষণ্ন এই নগরীর বুকে স্নিগ্ধ শীতল অনুভূতিরা নেমে আসছে এক এক করে। আর তোমায় জন্য অপেক্ষা করা সেই রাস্তার মোড়ে, একটা কাঠগোলাপ আর একটা কবিতার বই, কতশত গল্প, আবেগ, অনুভূতি! কতশত কাব্য, স্বপ্ন, হারিয়ে যাওয়া তুমি। বিষণ্ন যত ভালোবাসার স্মৃতিরা সব অবহেলিত, এই শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে আজকাল। তুমি শুনতে পাও? এই হৃদয়ে সে কী শুন্য হাহাকার, তুমি শুনতে কি পাও…?
হৃদয় ক্ষুণ্ন হয়ে যাওয়া ওই রক্তের স্রোতের ধারা। দীর্ঘ রাত জমানো নীরব চিৎকার! এটাও জানতে চাওনি তুমি? এই শহরের চার দেওয়ালের মাঝখানে বন্দী হওয়ার গল্পটা কার নামে লেখা ছিলো! আচ্ছা আজ খুব করে জানতে ইচ্ছে করছে…? ভালো আছো তো তুমি..? কতটা গভীরে আছো, জানো তুমি? কতটা দূরে?