বিষটিতে যায় ভিজে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

বিষটি এলো

মিষটি সুরের সৃষ্টি করে ধারা

বাজার ও হাট মাঠ নদী ঘাট ভিজে গ্যারাম পাড়া।

রিম ঝিম ঝিম

বরবটি সীম সবজি গাছের আগা

ভিজে, হাঁসের দূর্বা ঘাসের ভীষণ ভালোলাগা।

আম বাগানে

জাম বাগানে ভিজে আম ও জাম

ভিজে মাঠে কাকতাড়ুয়া ইলেকট্রিকের থাম।

চাষার মাথার

মাথাল ভিজে চাতাল ভিজে আরো

টুকুর একলা দুপুর ভিজে সবুজ লতার ঝাড়ও।

ঝুপ ঝুপা ঝুপ

ভিজে বিরূপ ভাঙ্গা ঘরের চালা

বিষটি তুমি ভিজিয়ে দূর করো দুখীর জ্বালা।

পূর্ববর্তী নিবন্ধকই মাছ
পরবর্তী নিবন্ধবাঙালির গৌরব অতীশ দীপঙ্কর