বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সম্মিলিত উদ্যোগে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে র‌্যালি ও মিলনমেলা গত রবিবার অনুষ্ঠিত হয়। জিইসি মোড় থেকে সংগঠনসমূহ র‌্যালি শুরু করে সিআরবি শিরীষতলায় শেষ হয়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়ার সভাপতিত্বে মিলন মেলায় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নুসরাত সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম পরিচালক যুগ্মসচিব নুরুল্লা নুরী অতিথি ছিলেন। বক্তারা স্বেচ্ছাসেবকদের সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেন। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এতে অংশগ্রহণ করে-ধ্রুবতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড, যাত্রী ছাউনি, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, তৃণমূল সামাজিক সাংস্কৃতিক ও যুব উন্নয়ন সংস্থা, হৃৎস্পন্দন-স্মাইল বাংলাদেশ-স্পৃহা, হিউম্যানিটি এ্যাসোসিয়েশন, ইয়ুথ ভয়েস, পথশিশু সহায়তা ফাউন্ডেশন, সোশ্যাল ওয়ার্কাস, করোনা মেডিসিন ব্যাংক, ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব, টিম স্বপ্ন, ইচ্ছা, দিশারী, জনসেবা, বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস্‌ এসোসিয়েশন, ইয়ুথ পজিশিন, নবপ্রত্যয়, অধিকার, দৃষ্টি, নির্বাণ, হুইসেল ব্লাড লিংক, বেটার ফিউচার, মিশুক, ডিইসি ফাউন্ডেশন, রোটারেক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সম্মেলন ১০ ডিসেম্বর